শিরোনাম
মুন্সীগঞ্জ , ২৯ অক্টোবর, ২০২৪ (বাসস) : জেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় থেকে গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ কারেন্ট জালের আয়রন কারখানায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের সাড়ে ১৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিকের নেতৃত্বে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় একটি কারেন্ট জালের আয়রন কারখানায় ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করা হয় ।এ সময় কারখানা থেকে অবৈধ সাড়ে ১৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।পরে এসব জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বলেন , নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ডিঙ্গাভাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোঃ হাসেম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শামসুল রহমান , জেলা পুলিশ ও মুক্তারপুর নৌ-পুলিশ এবং জেলা আনসার সদস্যগণ।