শিরোনাম
সাতক্ষীরা, ৩০ অক্টোবর, ২০২৪ (বাসস) : জেলা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও চালতেতলা বাজারে বসেছে বিনা লাভের নিত্য পণ্যের দোকান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার ডাল, ডিম, আলু, পেঁয়াজসহ বিভিন্ন শাকসবজির এসব দোকান বসানো হয়েছে।
সিন্ডিকেটের কারণে সাতক্ষীরায় শাক-সবজির দাম আকাশছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে বিনালাভে প্রতি কেজি ডাল ৯৯ টাকা, ডিম প্রতি পিচ ১১ টাকা, আলু কেজি প্রতি ৫৬ টাকা এবং সবজি কেজি প্রতি ৩৩ টাকা দরে পণ্য বিক্রি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অপেক্ষাকৃত কমদামে এসব পণ্য পেয়ে খুশী ক্রেতারা।
আয়োজকরা জানান, চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে এসব পণ্য বিক্রি করা যাচ্ছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এবং দ্রব্যমুল্য স্বস্বিতে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আমিনুর রহমান রাতুল, সাদবিন ইকবাল, আবির হাসান, নাজমুস সাকিব ও আমিন হায়দার।