শিরোনাম
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৪ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়।
জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় এই প্রথম কোন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।
আজ সকালে জসিম উদ্দিন মোল্লাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ সাংবাদিকদের বলেন, জসিম উদ্দিন মোল্লা ডিএমপির মিরপুর জোনের ডিসি হিসেবে কর্মরত ছিলেন। তার অধীনে মিরপুর অঞ্চলের সাতটি থানা ছিল। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে সেখানে শতাধিক হত্যাকা-ের ঘটনাসহ মানবতাবিরোধী নির্মম অপরাধ সংগঠিত হয়। এ সকল হত্যাকা-সহ সেখানে ছাত্র-জনতার ওপর পরিচালিত নির্মমতার ঘটনায় অন্তত ৩৫টি মামলায় আসামি রয়েছেন জসিম উদ্দিন মোল্লা। বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের মাধ্যমে মোট ১৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিল।
চিফ প্রসিকিউটর বলেন, এ আবেদন মঞ্জুর করে ১৭ জনের বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতার করে আগামী ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দেয়া হয়। তাদের মধ্যে আসামি জসিম উদ্দিন মোল্লাকে আজ গ্রেফতার করে হাজির করা হলো। আগামী ২০ নভেম্বর এ মামলার ধার্য তারিখে জসিম উদ্দিন মোল্লাকে ট্রাইবুনালে হাজির করতে হবে বলে জানান এডভোকেট তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টে নির্মমতার ঘটনায় জড়িত ব্যক্তি যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে এই সময়ে অপরাধে সম্পৃক্ত ছিলেন না এমন কেউ হয়রানি হবেন না। তাদের কোন ভয় নেই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। জুলাই-আগস্টে নির্মমতার শিকার এবং যারা শহিদ হয়েছেন তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে।
গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে অনেক অভিযোগ জমা পড়ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর এখন পর্যন্ত ৭৫ টির মতো অভিযোগ জমা পড়েছে বলে প্রসিকিউশন সূত্র জানায়।
গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের পতন হয়।
গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার ও তার অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। জাজ্জল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
আওয়ালীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আগামী ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর এ আদেশ দেয় ট্রাইব্যুনাল।