বাসস
  ৩১ অক্টোবর ২০২৪, ১৪:০৮

খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৮০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ২

দিনাজপুর, ৩১ অক্টোবর, ২০২৪ (বাসস):সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বোচাগঞ্জ ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ১৩০জন ও অজ্ঞাতনামা আরো ১৫০ জনসহ মোট ২৮০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে বিরল থানায় নাশকতার মামলা দায়ের হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর বিরল থানার ওসি মো. আব্দুস সবুর বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই মামলায় বিরল ও বোচাগঞ্জ উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ ২৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে ১৩০ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামী রয়েছে ১৫০ জন।

পুলিশ সূত্র জানায়, মামলার এজাহারভূক্ত আসামী বিরল উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতারকৃত দু’জনকে আজ দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশের সূত্রটি জানায়, জেলার বিরল উপজেলার বিরল পৌর বিএনপি’র সহ-সভাপতি ইস্কান্দার হাসান (৫৪) বাদী হয়ে বুধবার রাতে বিরল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা ও তৎসহ পেনাল কোড আইনের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। মামলা মামলা নং-২৪/২১৮ তাং ৩১ অক্টোবর /২০২৪।

বাদীর দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, বিএনপি’র ধানের শীষের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারালো দেশীয় অস্ত্রের হামলা চালায়। বাদীর অভিযোগ, নৌকা মার্কার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে এই হামলা হয়। আসামীরা ভোট কেন্দ্র বিএনপি’র পুরুষ ও মহিলা পোলিং এজেন্টদেরক মারধর করে ও মহিলা পোলিং এজেন্টদের বের করে দেয়। আসামীরা ২টি ককটেল ও ১টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে।

আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো- বিরল উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুল লতিফ (৬৫), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগ সভাপতি  সবুজার সিদ্দিক সাগর (৫২), সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (৫৫), বিরল ইউপি’র সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন (৩০), রাণী পুকুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ফারুক আযম (৪২), সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী (৫৫) প্রমুখ।