শিরোনাম
দিনাজপুর, ১ নভেম্বর, ২০২৪ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,এই প্রথম হাবিপ্রবিতে নবাগত ভিসি অধ্যাপক ড. এনামউল্ল্যা যোগদানের পর, তার নিজের উদ্যোগে, সকল বৈষম্য অবসানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে উৎসব মুখোর পরিবেশে সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা দীপাবলি আয়োজনে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ আয়োজন শুরু করা হয়।
দীপাবলির বিভিন্ন কর্মসূচির রাত ১২ টা পর্যন্ত চলমান ছিল। অনুষ্ঠানে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোক সজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে পুরো সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. এনামউল্যা, সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রক্টর অধ্যাপক ড.মো.শামসুজ্জোহা,জনসংযোগ পরিচালক মো. খাদেমুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. নিজাম উদ্দীনসহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।