শিরোনাম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৪ (বাসস): ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের নিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল দশটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসবের শুরু হয়।
উৎসবে আরও ছিল আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিকেলে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকজয়ী বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন হোসেন রিজভান রাউসিফ, খ বিভাগে প্রথম স্থান অধিকার করেন হোসেন রাজবীন রাউনাফ এবং গ বিভাগে প্রথম স্থান অধিকার করেন ইন্দুলেখা অগ্নি। আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন সানদিহা জাহান দিবা, খ বিভাগে প্রথম স্থান অধিকার করেন জেরিন ফেরদৌস পঙক্তি এবং গ বিভাগে প্রথম স্থান অধিকার করেন নাভিদুর রহমান। সঙ্গীত প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাসসের বরুণ কুমার দাসের কন্যা আরাত্রিকা দাস বৃদ্ধি এবং খ বিভাগে প্রথম স্থান অধিকার করেন হোসেন রাজবীন রাউনাফ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালীন নোমানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।