বাসস
  ০২ নভেম্বর ২০২৪, ২০:০০

নতুন মেয়র ডা. শাহাদাতকে বরণে প্রস্তুত চসিক : কাল শপথ

চট্টগ্রাম, ২ নভেম্বর ২০২৪ (বাসস) : নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে বরণে প্রস্তুত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আগামীকাল বেলা সাড়ে ১১টায় তাঁকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বাসস’কে জানান, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, গোলাম আকবর খোন্দকার, আসলাম চৌধুরীসহ ২৭ নেতা ও বিশিষ্টজনকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ উপলক্ষে তাঁকে একনজর দেখার জন্য চট্টগ্রাম থেকে অনেক নেতাকর্মী ঢাকা যাচ্ছেন।’ 

মারুফুল হক চৌধুরী বলেন, ‘শপথ গ্রহণশেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। ৫ নভেম্বর সকালে ‘সোনার বাংলা’ ট্রেনযোগে তিনি ঢাকা থেকে রওয়ানা হবেন। দুপুর ২ টার দিকে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছুলে রেলস্টেশনে বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনতার সংবর্ধনায় যোগ দেবেন। সেখানে গণমানুষের সাথে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখবেন নতুন মেয়র। এখানে অতিরঞ্জন ও কোনো ধরণের ব্যানার ফেস্টুন না লাগাতে নেতাকর্মীসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।’

মারুফ জানান, মেয়র ডা. শাহাদাত হোসেন রেলস্টেশন থেকে সরাসরি হযরত আমানত শাহ ও হয়রত বদর শাহ’র মাজার জিয়ারতে যাবেন। জিয়ারতশেষে লালদিঘি মাঠ সংলগ্ন চসিক কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠকে মিলিত হবেন। এরপর সেখানেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। লালদিঘি অফিস থেকে মেয়র সরাসরি চলে যাবেন লালখান বাজারস্থ নগর ভবনে। নতুন মেয়রের দায়িত্বগ্রহণ উপলক্ষে চসিকের উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নতুন নগরপিতা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম বাসস’কে জানান, ‘নতুন নগরপিতাকে বরণে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রস্তুত হয়ে আছেন চসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।’

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগুলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোট গ্রহণশেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।

নির্বাচনী ট্রাইব্যুনাল গত ১৭ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন। এর পর সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত করে সংশোধনী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।