বাসস
  ০২ নভেম্বর ২০২৪, ২০:৪৬

জাপা নিষিদ্ধের দাবি যুব অধিকার পরিষদের

খুলনা, ২ নভেম্বর, ২০২৪ (বাসস) : জাতীয় পার্টি (জাপা-এরশাদ) নিষিদ্ধের দাবিতে গতকাল রাতে খুলনা নগরীতে মশাল মিছিল বের করেছে গণ-অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ।

রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে ছাত্র, শ্রমিক ও জনতার ওপর আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে মিছিলটি যশোর রোডের ফেরিঘাট এলাকা থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে নগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস কে রাশেদ, সংগঠনের নেতা সাইজিদ হোসেন, খায়রুল ইসলাম ও আজিজ শেখ রুবেল।

এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকান্ড ও প্রভাবের কোন স্থান এ দেশে থাকা উচিত নয়। 

তারা আরও বলেন, জাতীয় পার্টি প্রথম থেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে এসেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে।

জাতীয় পার্টি যদি এই ফ্যাসিস্টদের আবারও পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তারা বাংলাদেশ থেকে হারিয়ে যাবে।