শিরোনাম
বরগুনা, ৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নশাকে রোববার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার টাউন হল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বর্তমানে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বরগুনা থানা পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট বরগুনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এর পর ১২ আগস্ট সন্ধ্যার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের মোবাইলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৪ আগস্ট ভোরে তাকে বরগুনা শহরের নিজবাসা থেকে পিবিআই গ্রেফতার করে। পরে দেশের প্রচলিত আইন অনুসারে বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার শামিল হওয়ায় বরগুনা থানার উপ-পরিদর্শক মো. শামীম দন্ডবিধির ১২৪ ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় রোববার রাতে মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ফোনালাপ ছড়িয়ে পড়ার ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় মনিরুজ্জামান নশাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।