শিরোনাম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার কৌশিককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিবুল্লাহ তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
তবে তদন্ত কর্মকর্তা স্বশরীরে উপস্থিত না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তার রিমান্ড শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে সোমবার রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের একজন ব্যবসায়ী উত্তরা পূর্ব থানার আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে একটি কর্মসূচীতে অংশগ্রহণ করেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা গুলিবর্ষণ করলে ইশতিয়াকের পেটে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলার এজহারভূক্ত আসামি।