বাসস
  ০৪ নভেম্বর ২০২৪, ১৮:১৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেফতার

ফাইল ছবি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর বংশাল এলাকায় মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখিয়েছে আদালত।  

আজ সোমবার সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মো. হাসানুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এরআগে ১ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থেকে হাজী সেলিমকে আটক করা হয়। পরদিন ২ সেপ্টেম্বর দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।   

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট একটি মিছিলে যোগ দেন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি ঢাকা আলিয়া মাদরাসার সামনে আসলে হঠাৎ অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারীর অতর্কিত আক্রমণে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়। 

এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নামে মামলা দায়ের করেন তিনি।