শিরোনাম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহিদুজ্জামান সরকারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিএনপি কর্মী মকবুল হত্যাকান্ডের ঘটনায় করা পল্টন মডেল থানার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
চার দিনের রিমান্ড শেষে তাকে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে বুধবার (৩০ অক্টোবর) রাতে ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২২ সালের ১০ ডিসেম্বর তৎকালীন সরকারের পতনের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরআগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ¬ব কুমার সরকার বিএনপির নয়াপল্টনের প্রধানর কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের সামনে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর আসামিদের নির্দেশে পুলিশের এই কর্মকর্তারা হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে বএকটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভূক্ত ৫৩ নম্বর আসামি হলেন শহিদুজ্জামান সরকার।