শিরোনাম
ঢাকা, ৪ নভেম্বর ২০২৪ (বাসস) : আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ড. শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে উচ্চ আদালত।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের নেতৃত্বে একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রশিল্পী শহিদুল আলমকে ২০১৮ সালের ১২ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেয় নি¤œ আদালত। ওই বছরের ৬ আগস্ট রমনা থানায় শহিদুল আলমের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামি শহিদুল আলম তার ফেসবুক টাইমলাইনের মাধ্যমে দেশি-বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কল্পনাপ্রসূত অপপ্রচার চালাচ্ছেন। পরে তিনি জামিনে মুক্তি পান।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছিলো।