শিরোনাম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের নারী ও যুবকদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যকে উৎসাহিত করতে মার্কিন দূতাবাস আজ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে ঢাকায় ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনে নারীদের উন্নয়নের পথে সামাজিক বাধা চিহ্নিত ও মোকাবিলা করে সমতাভিত্তিক একটি ন্যায়সঙ্গত ও অধিকতর সহায়ক পরিবেশ সৃষ্টিতে সকলকে উৎসাহিত করা হবে।
ইউএসএআইড মিশনের পরিচালক রিড এ্যাশলিম্যান গুলশানের ইএমকে সেন্টারে ক্যাম্পেইন উদ্বোধনকালে বলেন, ‘সমাজকে পূর্ণ সম্ভাবনার একটি যায়গায় নিয়ে যেতে হলে নারী ও যুবকদের শিক্ষা গ্রহন করতে, খেলধুলায় প্রতিযোগী হিসেবে গড়ে উঠতে বা যে যাই হতে চায়, তাকে তার সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের সকলকেই একটি ভুমিকা রাখতে এবং তাদের সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা সফল হলে স্বাচ্ছন্দময় জীবন উপভোগ করতে পারে।’
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ও ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইন এ্যামব্যাসেডর নিগার সুলতানা জ্যোতি একজন সফল ক্রীড়াবিদ হওয়ার মানসে তিনি কিভাবে বাঁধা অতিক্রম করে তার স্বপ্ন পূরণ করেছেন, সেই অনুপ্রেরণামূলক যাত্রার কথা বলেছেন। তিনি বলেন, ‘খেলাধুলা আমাকে শুধু শারীরিক ও মানসিকভাবেই শক্তিশালী করেনি, অধিকন্তু এটি আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতেও সহায়তা করেছে। আমি আশা করছি, আমাদের এই প্রচারণা অনেক তরুণীকে তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত ও আত্মবিশ্বাসী করে তুলবে।’
জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের প্রধান গায়ক জোহাদ রেজা চৌধুরী এবং অভিজ্ঞ যোগ অনুশীলনকারী ও ঢাকা ফ্লো’র প্রতিষ্ঠাতা শাজিয়া ওমরও অনুষ্ঠানে ক্যাম্পেইন এ্যামব্যাসেডর হিসেবে বক্তব্য রাখেন।
আসন্ন মাসগুলোতে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইনটি চালানো হবে। হেলদি লাইফস্টাইলের প্রচারণা চালাতে সেখানে নারী, তরুণ ও যুবকদের সাথে ফিটনেস প্রশিক্ষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সেলিব্রেটিরাও অংশ নিবেন। নারীদের ক্ষমতায়ন ও কল্যাণে কাজ করতে পুরুষদের উৎসাহিত করতে এই ক্যাম্পেইনে কিশোর, তরুণ ও যুবকদেরও অংশগ্রহণ থাকবে।
‘খেলবেই বাংলাদেশ’ ও ‘ঢাকা ফ্লো’-এর সহযোগিতায় ‘হেলদিয়ার ইন মোশন’ নগরায়ন, গতিহীন জীবনযাত্রা ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা- এসব ইস্যু নিয়ে কাজ করছে। এর পাশাপাশি আধুনিক বিশ্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়তে অনুপ্রাণিত করার কাজও করছে।