শিরোনাম
॥ রোস্তম আলী মন্ডল ॥
দিনাজপুর, ৫ নভেম্বর ২০২৪ (বাসস): জেলার পার্বতীপুর উপজলোয় অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে গতমাসে (অক্টোবর) সর্বোচ্চ পরিমান পাথর উত্তোলনের এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
পেট্রোবাংলার অধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড পরিচালিত এ খনি থেকে প্রতিমাসে পাথর উত্তোলনের নির্ধারিত লক্ষমাত্রা একলাখ ২৪ হাজার মেট্রিক টন হলেও গত অক্টোবর মাসে একলাখ ৪৯ হাজার সাতশ’ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে।
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া পাথর খনিটির পরিচালনা, উৎপাদন এবং উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সাথে গত ২০২১ সালে ৩ সেপ্টম্বর দ্বিতীয়দফা চুক্তি অনুযায়ী প্রতিমাসের পাথর উত্তোলনের লক্ষমাত্রা একলাখ ২৪ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছিল। সেখানে গত অক্টোবর মাসে একলাখ ৪৯ হাজার সাতশ’ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মধ্যপাড়া কঠিন শিলা খনির উৎপাদন বৃদ্ধির ফলে বর্তমানে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে সরকারের বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
অন্যদিকে, বর্তমানে খনিটিতে প্রায় ১০ লাখ মেট্রিক টনের অধিক পাথর মজুদ রয়েছে। খনি থেকে উত্তোলনকৃত পাথর বিক্রির প্রক্রিয়া ধীরগতির হওয়ায় পাথরের মজুদ বাড়ছে। একারণে খনিতে মজুদ পাথর দেশের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য খনি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সম্প্রতি অবহিত করা হয়েছে। খনি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশের বিভিন্ন চলমান প্রকল্পে ব্যবহারের জন্য বিদেশ থেকে পাথর আমাদনি না করে মধ্যপাড়ার কঠিন শিলা খনির পাথর ব্যবহারের আহবান জানানো হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, পাথরের উত্তোলন ও মজুদ বাড়ছে। পাথর বিক্রি বাড়াতে সরকারি প্রকল্পগুলোর সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। অল্পসময়ের মধ্যে পাথর বিক্রি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।