বাসস
  ০৬ নভেম্বর ২০২৪, ১৮:২৬

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রাহুল হত্যা মামলায় ছয়জন গ্রেপ্তার

দিনাজপুর, ৬ নভেম্বর ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলায় আজ সদর কোতয়ালী থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতা-কর্মিকে গ্রেপ্তার করা করেছে।  

আজ বুধবার দুপুর একটায় দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের অভিযানে দিনাজপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি হামিদুল ইসলাম লিমন,  ছাত্রলীগ কর্মি রিয়াদ হোসেন, আফসান জানি, যুবলীগ কর্মি জুয়েল চন্দ্র রায়, রানা বাবু ও ইদ্রিস আলীকে সদর উপজেলা ও শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি আজ জানান, গ্রেপ্তারকৃতরা এই হত্যা মামলার সন্দেহভাজন আসামী। তাদেরকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপুরে দিনাজপুর শহরে সদর হাসপাতাল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি বর্ষনে শহীদ রবিউল ইসলাম রাহুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। পরে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট রাতে রবিউল মারা যান। এ ঘটনায় দিনাজপুর সদর কোতয়ালী থাকায় মামলা দায়ের করা হয়েছে।