শিরোনাম
চট্টগ্রাম, ৭ নভেম্বর ২০২৪ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক র্যালির আয়োজন করে। চট্টগ্রাম নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে শহিদ জিয়ার স্মৃতি বেদিতে ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম মাজারে শ্রদ্ধাঞ্জলি জানান।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে শহিদ জিয়ার স্মৃতি বেদিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে।
তিনি বলেন, ‘বিএনপি সরকারের আমলে দিনটি ছিল সরকারি ছুটি। তবে আওয়ামী লীগের দেড় যুগের শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি। তাই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির প্রমুখ।
৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নগরীর ষোলশহর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি শাহেদ আকবর প্রমুখ।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ. এম রাশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এইচ.এম রাশেদ খান, বেলায়েত হোসেন বুলু, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার প্রমুখ।