বাসস
  ০৭ নভেম্বর ২০২৪, ২৩:১৭

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী, ৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা আছে উল্লেখ করে বলেছেন, আপনারা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন।

তিনি বলেন,‘অন্তর্বর্তী সরকারের তিন মাস শেষ হয়েছে। আপনাদের প্রতি মানুষের আস্থা আছে। আমরা আপনাদের সহযোগিতা করে যাবো’।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আজ বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের ও দাবি জানান তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে এখনো ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনার পিতা শেখ মুজিব স্বাধীনতা দেখেনি, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা দেখেনি। শেখ মুজিব স্যুটকেস ভরে কাপড়চোপড় নিয়ে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো।

সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবন্দ বক্তব্য রাখেন।