শিরোনাম
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ এক সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্যা চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯ থেকে ১৫ নভেম্বর চীন সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান ওই দেশে অনুষ্ঠেয় ১৫তম চীন আন্তর্জাতিক বিমান চলাচল এবং মহাকাশ প্রদর্শনী ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান চাইনিজ পিএলএ এয়ার ফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএটিআইসি) হেডকোয়ার্টর পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।