বাসস
  ০৯ নভেম্বর ২০২৪, ১২:২৬

গোপালগঞ্জে এইচপিভি টিকা পাচ্ছে ১৩ হাজার ১৫৯ কিশোরী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ নভেম্বর, ২০২৪ (বাসস) : ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখে ক্যান্সার রুখে দিন’ এ শ্লোগানে জেলায় আগামীকাল রোববার থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।
এ ক্যাম্পইন থেকে জেলার ৫ উপজেলার ৬৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার ১৩ হাজার ১৫৯ কিশোরীকে এইচপিভি টিকা  দেওয়া হবে। আগামী ১৪ নভেম্বর এ ক্যাম্পোইন শেষ হবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন বলেন, জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে পড়ুয়া বা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা এ টিকা পাবে।  জেলার সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ২ হাজার ৬১৫ কিশোরী, টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ১ হাজার ৪৩৭ কিশোরী, কোটালীপাড়া উপজেলার ১২টি ইউনিয়নে ২ হাজার ৯০৩ কিশোরী, মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে ২ হাজার ৭২৮ কিশোরী, কাশিয়ানী উপজেলায় ১৪টি ইউনিয়নে ২ হাজার ২৯২ কিশোরী ও ৪টি পৌরসভায় ১ হাজার ১৮৪ কিশোরীর শরীরে এ টিকা প্রয়োগ করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নিশাত তাসনিম জানান, ক্যাম্পেইনে বাদ পড়া কিশোরীরা জেলার ইপিআই’র নিয়মিত টিকাদান কেন্দ্র থেকে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এইচপিভি টিকা নিতে পারবে । ক্যাম্পেইন সফল করতে ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করা হয়েছে।