বাসস
  ০৯ নভেম্বর ২০২৪, ২০:১০
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২১:৪৬

জলাবদ্ধ ভবদহ পরিদর্শনে কাল যশোর যাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান

ফাইল ছবি

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৪ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানের লক্ষ্যে কাল যশোরে যাচ্ছেন।

রোববার তিনি যশোর ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার (মনিরামপুর, কেশবপুর, অভয়নগর উপজেলার ও খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ) জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করবেন।

পরে উপদেষ্টা ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন বিষয়ে গণশুনানিতে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে জলাবদ্ধ ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সরেজিমন পরিদর্শন করে এ সংকট নিরসনের কথা জানান।