শিরোনাম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) আজ কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপে ২শ’ সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ।
চিকিৎসা প্রদানের লক্ষে কক্সবাজার-টেকনাফ প্রান্ত থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে দ্বীপে মনসুল আলী জাহাজে কোস্টগার্ড একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে।
বাহিনী সদর দফতরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তাকী জানান, আজ সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ডের চিকিৎসক ও চিকিৎসা সহকারীগণ ২শ’ সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে।
সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন ।