বাসস
  ০৯ নভেম্বর ২০২৪, ২২:১৭
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২৩:০৭

আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় ঢাবি আইন বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ঢাকা, ৯ নভেম্বর , ২০২৪ (বাসস) : সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা  আজ বিকেলে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মুখে প্রতিবাদ সমাবেশ করেছে। 

প্রতিবাদ সভায়  বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, সাবেক জেলা জজ শাজাহান সাজু, নূরে এরশাদ সিদ্দিকী, আরিফুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে  ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। 

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সালমা সুলতানা, অতিরিক্ত জেলা জজ আজিজুল হক, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।