বাসস
  ০৯ নভেম্বর ২০২৪, ২২:৪৩
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২২:৫৬

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন করুন : বিচারপতি আবদুর রউফ

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৪ (বাসস) : দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়েছেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।

দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির এক মত বিনিময় সভায় তিনি আজ এ আহ্বান জানান।  

বিকেলে রাজধানীর পান্থপথে সেল সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় মূল প্রবন্ধ  উপস্থাপন করেন দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

সভাপতির বক্তব্যে বিচারপতি আবদুর রউফ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে  দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করে দুর্নীতিমুক্ত ও সুশাসন নিশ্চিতের আহ্বান জানান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ ব ম মোস্তফা আমিন, কর্নেল (অব.) প্রকৌশলী ড.আনোয়ার হোসেন, প্রকৌশলী আবদুল আউয়াল, পারভীন নাসের খান ভাসানী, অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দীন, ড. লুৎফুর রহমান, ড. জাহাঙ্গীর আলম  রুস্তম, ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. শরীফ সাকী, হাবিবুর রহমান, অধ্যক্ষ এমআর করিম, সৈয়দ সোহেল ও এড. আকবর প্রমুখ। 

আগামী ২৩ নভেম্বর বাংলা একাডেমিতে অনুষ্ঠেয় দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলন সফল করতে সভা থেকে  সকল দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি আহবান জানানো হয়।