শিরোনাম
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৪ (বাসস): নতুন করে আরো কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের ফলে দীর্ঘ দিন ধরে বিরাজমান রোহিঙ্গা সঙ্কট পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ পরিস্থিতি সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও গুরুত্বপূর্ণ সরকারী সংস্থাগুলির ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল টাস্কফোর্স অন ফর ফোর্সিবলি ডিসপে¬সড মিয়ানমার ন্যাশনালস (এফডিএমএন) এর চেয়ারার্সন ও পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এ কথা বলা হয়।
আলোচনায় রোহিঙ্গা শিবিরের অবস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের উপর প্রভাব সৃষ্টিকারী সমস্যাগুলির সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এতে কক্সবাজারে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশে টেকসই উপায়ে প্রত্যাবাসনের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
রোহিঙ্গা শিবিরের মানবিক ও নিরাপত্তার দিকগুলো আলোচনায় বিশেষ গুরুত্বের সঙ্গে ওঠে এসেছে।
পররাষ্ট্র সচিব জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাব অনুযায়ী রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের সঙ্গে কাজ করছে।
কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন সভা পরিচালনা করেন।
রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে গত ৮ থেকে ৯ নভেম্বর দুই দিনের সফরে পররাষ্ট্র সচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিস এবং আন্তর্জাতিক অংশীদারদের কার্যালয় সহ বিভিন্ন সংস্থার কার্যক্রম এবং সমন্বয় প্রচেষ্টা সরাসরি পর্যবেক্ষণ করেছেন।