শিরোনাম
বান্দরবান, ১১ নভেম্বর, ২০২৪ (বাসস): জেলার নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের নামোল্লেখ এবং আরও অজ্ঞাতনামাদের আসামী করে নাশকতা মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিরাজুল হক (৬০), যুব লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন (৪৩) ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ।
মামলা সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কতিপয় দুষ্কৃতকারী বিছামারা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতা, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ককটেল বিস্ফোরণ এবং টায়ারে আগুন লাগিয়ে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেস্টা করে।
খবর পেয়ে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এসময় নাশকতায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়। বাকী দুষ্কৃতকারী পালিয়ে যায়। ঘটনায় আরও ৬৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন আসামী করে মামলা দায়ের করেন নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।
বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক।