বাসস
  ১১ নভেম্বর ২০২৪, ১৯:০৫

আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে নারী শিশুসহ ৮১ রোহিঙ্গা আটক

বান্দরবান, ১১ নভেম্বর, ২০২৪ (বাসস) : জেলার আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

সোমবার সকালে আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের পোয়ামহুরী সিমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী পৃথক ৩টি অভিযানের মাধ্যমে তাদের আটক করে। এদের মধ্যে ৩১ জন শিশু এবং ৫০ জন প্রাপ্ত বয়স্ক। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, সকালে ৩টি পৃথক অভিযানে এইসব রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চলছে। আপাতত তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।