বাসস
  ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৩৯

এসপি মহিউদ্দিন ফারুকী দুই দিনের রিমান্ডে

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪ (বাসস) : ঢাকার যাত্রাবাড়ী একালায় জোবায়ের ওমর খান নিহতের ঘটনায় দায়ের করা মামলায় র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (পুলিশের এসপি) মহিউদ্দিন ফারুকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

এর আগে তিনি ডেপুটি কমান্ডেন্ট হিসাবে রাঙ্গামাটির বেতবুনিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। 

বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো রাসেল সরদার তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের খবর পেয়ে জোবায়ের ওমর খান বিজয় মিছিলে যোগদানের উদ্দেশ্যে শাহবাগ যাওয়ার জন্য রওয়ানা দেন। এসময় যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিজয় মিছিলের উপর গুলি চালায়।  এতে ঘটনাস্থলে অনেকে হতাহত হয়।

তাদের মধ্যে জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্থানীয় লোকজন তাকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ২২ আগস্ট আহত জোবায়েরের ভাই জাবেদ ইমরান খান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেফতারকৃত মহিউদ্দিন ফারুকীও এজাহারভুক্ত আসামি।