বাসস
  ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৪

অংশীজনদের সাথে সংবিধান সংস্কার কমিশনের ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪ (বাসস) : সংস্কার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে আজ বুধবার তৃতীয় দিনের মতো সংবিধান সংস্কার কমিশনের সদস্যবৃন্দ দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মতবিনিময় করেছেন।

কমিশনের দ্বায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোঃ সাব্বির মাহমুদ আজ এক বিজ্ঞপ্তিতে জানান, মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মত দেন ড. বদিউল আলম মজুমদার, মতিউর রহমান, মাহফুজ আনাম, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ডা. জাহেদ উর রহমান, দিলীপ কুমার সরকার, মুফতি সাইফুল ইসলাম এবং মুফতী আব্দুল্লাহ মাসুম।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ ।

সংবিধান সংস্কার কমিশন আগামী আরো কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে মতবিনিময় করবে।