শিরোনাম
খুলনা, ১৩ নভেম্বর, ২০২৪ (বাসস) : জাপানের ওকিনাওয়াতে অবস্থিত ইউনিভার্সিটি অফ দ্য রিউকিউস বাংলাদেশে মাছের উৎপাদন বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাথে কাজ করতে আগ্রহী।
রিউকিউস বিশ্ববিদ্যালয়ের কো-ক্রিয়েশন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক (বিশেষভাবে নিযুক্ত) হিরাতসুকা ইউজি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রেজাউল করিমের সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
ইউজি বলেন, তাদের বিশ্ববিদ্যালয় অতি-আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করতে আগ্রহী।
ইউজি রিউকিউস বিশ্ববিদ্যালয়ের রিসোর্স সার্কুলার সিমবায়োটিক সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে কৃষির সাথে ভূমি-ভিত্তিক জলজ চাষের (অ্যাকুয়াকালচার) টেকসই একত্রীকরণের জন্য উৎকর্ষ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন।
তিনি অ্যাকুয়াকালচার ও কৃষির সাথে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য খুবি ও রিউকিউস বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।
অধ্যাপক হিরাতসুকা ইউজিকে খুবি-তে স্বাগত জানিয়ে ভিসি ড. করিম জানান, ডিসিপ্লিন অফ ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এখানে কৃষি প্রযুক্তির ডিসিপ্লিন কৃষি নিয়ে কাজ করছে।
বাংলাদেশে অ্যাকোয়াকালচার ও কৃষি খাতে প্রচুর সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যৌথ সহযোগিতার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো যেতে পারে।
পরে, ভিসি খুবি মনোগ্রাম লেখা একটি ক্রেস্ট হিরাতসুকা ইউজির হাতে তুলে দেন।
খুবি’র প্রো-ভিসি প্রফেসর ড. হারুনুর রশীদ খান, এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. গোলাম সারওয়ার, সহযোগী অধ্যাপক প্রফেসর মো. শাহীন পারভেজ ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।