বাসস
  ১৩ নভেম্বর ২০২৪, ২১:২৯

ঢাকা-অসলো সম্পর্ক উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্য অংশীদারিত্বে রূপ লাভের প্রশংসা

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশ-নরওয়ে সম্পর্ক উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্য কেন্দ্রিক অংশীদারিত্বে রূপ লাভ করায় ঢাকা ও অসলো আজ সন্তোষ প্রকাশ করেছে। 

বাংলাদেশে নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রানসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিনের সাথে প্রথম সাক্ষাত করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, নরওয়ে বিপুল ভোক্তার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের অনেক সম্ভাবনা দেখছে। 

পররাষ্ট্র সচিব বিশেষ করে নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ এবং জাহাজ রিসাইক্লিং করার ক্ষেত্রে নরওয়ের সহায়তার জন্য ধন্যবাদ জানান। 

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অন্তর্র্বতী সরকারের অগ্রাধিকার, রোহিঙ্গা সমস্যা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুসহ সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। 

পররাষ্ট্র সচিব অন্তর্র্বতী সরকারের সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে প্রযুক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহযোগিতা চেয়েছেন। 

রাষ্ট্রদূত সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং নরওয়ে সাহায্য করতে পারে এমন বিভিন্ন ক্ষেত্র অন্বেষণ করতে অঙ্গীকার ব্যক্ত করেন। 

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করে রাষ্ট্রদূত মানবিক সহায়তা প্রদানে নরওয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র সচিব স্থানীয় সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরে রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য নরওয়েকে ধন্যবাদ জানান।
তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে তাদের স্বদেশ মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তন করার বিষয়ে নরওয়েসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ।