শিরোনাম
চট্টগ্রাম, ১৩ নভেম্বর ২০২৪ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করেছে। আর আওয়ামী লীগের কাউন্সিলররা ওয়ার্ডে ওয়ার্ডে দুর্নীতি করেছে। প্রত্যেকটা ওয়ার্ডের দুর্নীতির প্রমাণ আমার কাছে আছে। অচিরেই আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।
তিনি বলেন, সাম্প্রতিক বর্ষায় চট্টগ্রামের রাস্তাগুলো ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোন্ ওয়ার্ডে কোন্ রাস্তা ও নালা জরুরি ভিত্তিতে কাজ করতে হবে আমাকে তালিকা করে দেবেন। তাছাড়া সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা মশার স্প্রে ছিটানো ও ময়লা-আবর্জনা ঠিকমতো পরিষ্কার করছে কিনা দেখবেন, না করলে আমাকে জানাবেন। নগরীর অনেক চলমান খাল এখন ডাস্টবিনে পরিণত হয়ে আছে। এগুলো পরিষ্কার করতে নির্দেশ দিয়েছি। এখন আপনাদের অনেক দায়িত্ব। সামনে কিন্তু নির্বাচন। তাই আপনারা যদি জনগণের জন্য কাজ না করেন তাহলে নির্বাচন করা কঠিন হয়ে যাবে।
মেয়র আজ বুধবার বিকেলে কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে নগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করবেন। পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে আমার পাশে থাকবেন। সিটি করপোরেশনের সেবামূলক কার্যক্রমে আমাকে সহযোগিতা করবেন। চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে আপনাদের সহযোগিতা চাই। আমরা সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমে আপনাদের সাথে সমন্বয় করে কাজ করতে চাই। তা না হলে জনগণের অভিযোগ আসতে থাকবে। আপনারা যারা সামনে ওয়ার্ডে নির্বাচন করার চিন্তা করছেন এখন থেকে কাজ করা শুরু করেন। এখন থেকে জনগণকে সচেতন করতে হবে।
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মো. সালাউদ্দিন, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপটি, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, বিএনপি নেতা শামসুল ইসলাম, থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, এমআই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, মো. শাহাবুদ্দীন, জসিম উদ্দিন জিয়া, মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, আবদুল কাদের জসিম, নুর হোসাইন, গিয়াস উদ্দিন ভূইয়া, কাওসার হোসেন বাবুসহ ৪৩ ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ-সম্পাদকবৃন্দ।