বাসস
  ১৪ নভেম্বর ২০২৪, ১৪:১৮
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:১৫

হবিগঞ্জে পলিথিন রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। পলিথিন রাখার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ ফরিদুর রহমানের নেতৃত্বে প্রশাসনের একটি টিম শহরের চৌধুরীবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চলায়। এ সময় পলিথিন রাখার অপরাধে চৌধুরীর বাজারের সিয়াম স্টোরকে ২ হাজার, পলাশ স্টোরকে ৫০ হাজার ও সুমন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৬৬ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মোহন জানিয়েছেন অবৈধ পলিথিনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।