বাসস
  ১৭ নভেম্বর ২০২৪, ২০:১৪
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২৩:৫১

ক্লিন সিটি গড়তে গভীর রাতে সারপ্রাইজ ভিজিট ও তিন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন চসিক মেয়র ডা. শাহাদাতের

চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে গভীর রাতেও সারপ্রাইজ ভিজিট করছেন সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন। এ পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডে গভীর রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কার্যক্রমের তদারকি করেন সিটি মেয়র। এছাড়া চট্টগ্রাম নগরে ৩টি অবকাঠামো প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি।

রবিবার (১৭ নভেম্বর) সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা মো. আজিজ জানান, শনিবার মধ্যরাতে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিছন্ন কর্মকর্তা প্রণব শর্মাকে নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন আরেফিন নগর টিজি পরিদর্শন করেন।

এসময় মেয়র বলেন, নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রম রাতে পরিচালিত হচ্ছে বিধায় আমি রাতে পরিচ্ছন্ন কার্যক্রম আদৌ হচ্ছে কিনা, নাকি কর্মীরা ফাঁকি দিচ্ছে তা দেখতে পরিদর্শন করব। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মেয়র বর্জ্যাগারগুলোর বর্তমান সক্ষমতা যাচাই করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেন।

এছাড়া, রোববার দুপুরে শিডিউল প্রোগ্রামের বাইরে হঠাৎ সিআরবিতে সড়ক সংস্কার কাজ পরিদর্শন করতে যান মেয়র। তিনি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে সিআরবি সাত রাস্তা মোড় থেকে হোটেল রেডিসন ব্লু পর্যন্ত হেঁটে হেঁটে সড়ক সংস্কার ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মেয়র প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমকে দ্রুত নগরীর সিআরবিসহ ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করার নির্দেশ দেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে বলেন। 

এদিকে রোববার (১৭ নভেম্বর) চট্টগ্রাম নগরে ৩টি অবকাঠামো প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ভিত্তি প্রস্তর স্থাপন হওয়া প্রকল্প তিনটির মধ্যে আছে ১৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন। ২৬ নং হালিশহর ওয়ার্ডে ১৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৭ তলা কিচেন মার্কেট কাম কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ৩৭নং ওয়ার্ডস্থ জরিনা মফজল কলেজ সংলগ্ন ২.৩ কিলোমিটার দৈর্ঘ্যের রোড ড্রেইনসহ উন্নয়ন এর কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। এ প্রকল্পে ব্যয় হবে ৯ কোটি ৪৫ লাখ টাকা।

আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, আমরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে সমাজকে আমরা কিছু দিতে পারবোনা। আমাদেরকে যদি সমাজের সত্যিকার দায়িত্ব পালন করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এদিন মেয়র ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের হাজিরা নেন এবং বিভিন্ন এলাকায় নাগরিকদের কাছে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।