বাসস
  ১৮ নভেম্বর ২০২৪, ১১:৫৮

নাটোর পৌরসভায় সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ

নাটোর, ১৮ নভেম্বর, ২০২৪ (বাসস) : নাটোর পৌরসভায় দুর্নীতি রোধ করে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় প্রায় একশ’ অস্থায়ী কর্মীকে বাদ দেওয়া হয়েছে।  এরফলে মজুরী খাতে প্রতিমাসে সাশ্রয় হচ্ছে তিন লক্ষাধিক টাকা।

নাটোর পৌরসভার হিসাব বিভাগ সূত্রে জানা যায়, পৌরসভার পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের পরে পৌরসভার আর্থিক খাতে কৃচ্ছতা সাধনের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে পৌরসভার নাগরিক সেবার পরিধি সমুন্নত রেখে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত অস্থায়ী কর্মী ছাটাই করা হয়। 

বিগত সরকারের সময়ে নাটোর পৌরসভায় অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন মোট ৩৪৪ ব্যক্তি। দৃশ্যমান এবং অদৃশ্যমান খাতে নিয়োজিত এসব ব্যক্তিদের ভাতা হিসেবে প্রতিমাসে ব্যয় ছিলো ১২ লক্ষ ৬৮ হাজার টাকা। আগস্ট মাসের পরে অস্থায়ী কর্মী ছাটাই করে সংখ্যা হ্রাস পেয়ে হয় ২৫৪জন। প্রায় একশ’ অতিরিক্ত কর্মী ছাটাই করার ফলে এ খাতে মাসে প্রদত্ত মোট ভাতা বা মজুরীর পরিমাণ হ্রাস পেয়ে হয় নয় লক্ষ ৬৭ হাজার টাকা। অর্থাৎ শুধুমাত্র অস্থায়ী কর্মী খাতে প্রতিমাসে পৌরসভার সাশ্রয় হচ্ছে তিন লক্ষাধিক টাকা। বর্তমানে নিয়োজিত অস্থায়ী ২২৪ কর্মীর মধ্যে পৌরসভা পরিচালিত তিনটি স্কুল, ২৪টি টিকাদান কেন্দ্র, ১২টি পানি সরবরাহ পাম্প হাউজ এবং সড়ক বাতি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

নাটোর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মীর্জা সালাহউদ্দিন জানান, বর্তমানে পৌরসভার আর্থিক অবস্থানও সুসংহত হয়েছে। আগস্ট মাসের শুরুতে পৌরসভার আর্থিক মোট স্থিতি ছিলো ৩৯ লাখ ১৯ হাজার ৩৩৮ টাকা। অক্টোবর শেষে পৌরসভার আর্থিক স্থিতি বৃদ্ধি পেয়ে হয়েছে এক কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার ৫৪৩ টাকা। বিগত তিন মাসে সড়ক বাতির বিল সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে, বিগত দিনের মত কোন বকেয়া রাখা হয়নি। এছাড়া অবসরে যাওয়া পৌরসভার আটজন কর্মকর্তা-কর্মচারীকে তাদের প্রাপ্য ৪০ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক বলেন, পৌরসভার আর্থিক শৃংখলা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিস থেকে ভূমি কেনাবেচা বাবদ প্রাপ্ত পৌরসভা খাতের আয় বিগত সময়ের চেয়ে অর্ধেক হ্রাস পেলেও পৌরসভার ট্রেড লাইসেন্স খাতে আয় বৃদ্ধি পেয়েছে।

দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অর্থ সাশ্রয়ের জন্যে গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অতিরিক্ত জনবল বাদ দেওয়ার ফলে দুর্নীতি রোধ করা সম্ভব হয়েছে। এরফলে নাগরিক সেবার মান বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। 

নাটোর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর সকল অনিয়ম দূর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপ্রয়োজনীয় জনবল বাদ দেওয়া হয়েছে। এরফলে পৌরসভা আরো জনমুখী হবে, স্বচ্ছতা প্রতিষ্ঠা পাবে, নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।