বাসস
  ১৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৬

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধন

খুলনা, ১৮ নভেম্বর, ২০২৪ (বাসস): খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধন  করা হয়েছে।  খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম গতকাল রোববার ক্যাম্পাসে কবি জীবনানন্দ দাশ ভবনের প্রথম তলায় ফিতা কেটে ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধন করেন। 

বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের গনিত বিভাগের  সাবেক ছাত্র মীর মাহফুজুর  রহমান মুগ্ধ’র স্মৃতি স্বরূপ ইংরেজি বিভাগ এ  কর্নার স্থাপনের উদ্যোগ নেয়। 

শিক্ষার্থীদের ডাকা কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে  শাহাদাত বরণ করেন মুগ্ধ। একটি গুলি মুগ্ধ’র কপালে বিদ্ধ হয়ে ডান কান দিয়ে  বের হয়ে যায়। পরে তাকে  নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  মুগ্ধকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে মুগ্ধ  আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ‘পানি, পানি, কারো পানি লাগবে ভাই’ বলে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় আসেন মুগ্ধ। এরপর বিইউপি’তে (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস) এমবিএ’তে ভর্তি হন। উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ডসে  যাওয়ার স্বপ্ন ছিল তার।

‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের  প্রধান এবং আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান কবির । 

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধসহ  সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।