বাসস
  ১৮ নভেম্বর ২০২৪, ১৯:০১

রাষ্ট্র মেরামতের পর নির্বাচন: হাসান আরিফ

বেনাপোল, ১৮ নভেম্বর, ২০২৪ (বাসস): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, পতিত স্বৈরাচারের ১৫ বছরের শাসনামলের স্বেচ্ছচারিতায় রাষ্ট্রের  সকল অঙ্গ ভেঙে পড়েছে। এসব অঙ্গ মেরামতের পর সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করাই হবে অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। 

তিনি আজ সোমবার যশোরের বেনাপোলের বড় আঁচড়া গ্রামে শহিদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত শেষে এলাকাবাসী ও নিহতের স্বজনদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। 

অন্তর্বর্তী  সরকারের এই উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রের চারপাশের সকল ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। তবেই সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।’

‘জুলাই-আগস্ট’র  গণআন্দোলনে গুলিবিদ্ধ আব্দুল্লাহ দীর্ঘ প্রায় তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৫ নভেম্বর মারা যান।  

হাসান আরিফ আজ  সোমবার দুপুর ১২ টার দিকে শহিদ আব্দুল্লাহ’র বাড়িতে যান এবং তার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন। 

এরপর তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শোকাহত এ পরিবারের পাশে দাঁড়ানোর  আশ্বাস দেন।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দিন ও সিভিলসার্জন মাহমুদুল হাসান এসময় উপস্থিত ছিলেন।