বাসস
  ১৮ নভেম্বর ২০২৪, ১৯:১৪

অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ব বা সক্ষমতা কোনো অংশেই কম নয় : টিআইবির নির্বাহী পরিচালক

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৪ (বাসস) : বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ব বা সক্ষমতা কোনো অংশেই কম নয় বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সরকার অনেকগুলো ক্ষেত্রে ইতিবাচক, উপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। আর এ ধরনের পদক্ষেপ নিতে হলে চ্যালেঞ্জ থাকবে সেটাই স্বাভাবিক, তবে তা অতিক্রমযোগ্য। ছাত্র আন্দোলনের ফলে যে অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি, তাদের ম্যান্ডেট, কর্তৃত্ব বা সক্ষমতা কোনো অংশেই কম বলে আমরা মনে করি না।’

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,  ‘রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে সরকারের একটি রোডম্যাপ (রূপরেখা) ঘোষণা করা অনিবার্য। তবে এখনো তা প্রেরণ করা না হলেও সময় পেরিয়ে যায়নি।’

তিনি বলেন, ‘এই ছাত্র জনতার আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, নতুন বাংলাদেশের জন্য। এবং তা করতে কতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে।

এই কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে বাস্তব রাষ্ট্র সংস্কার করতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা হলে দেশবাসী একটি নির্দেশনা পাবে, নির্বাচন কবে হবে সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’

তবে প্রকৃত সংস্কার না করে বা সেই পরিবেশ সৃষ্টি করার আগেই নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্র-জনতার আন্দোলনের চেতনার প্রতিফলনের ক্ষেত্রে অন্তরায় থেকে যাবে বলে তিনি জানান।

টিআইবির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিগত ১০০ দিনে অগ্রাধিকার ভিত্তিতে প্রশাসন, বিচার বিভাগ,নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থ্ াআইন শৃঙ্খলা খাতসহ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান ভিত্তিক সরকার উদ্যোগ গ্রহণ করেছে।  বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং মানবাধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গৃহীত হয়েছে। পরিবেশ সংরক্ষণে বেশ কয়েকটি পদক্ষেপ গৃহীত হয়েছে।

তবে এতে বলা হয়, শিক্ষা একটি অগ্রাধিকার মূলক খাত হলেও এ খাতের সংস্কার সংক্রান্ত কোনো কমিশন গঠন করা হয়নি।

এতে আরো বলা হয়,  ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের প্রবাসী আয় বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায়  ৩০% বৃদ্ধি পেয়েছে। সেইসাথে, আন্তর্জাতিক সম্প্রদায় পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার প্রতি মনোভাব ইতিবাচক হিসেবে পরিলক্ষিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা, নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক  ড. সুমাইয়া খায়ের , আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক  মো. তরিকুল ইসলাম, রিসার্চ ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মাদ বদিউজ্জামান ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা মো. আকরাম।