বাসস
  ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৯
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২০:০৯

সাংস্কৃতিক সংরক্ষণে অ্যাম্বাসেডরস ফান্ডের জন্য আবেদনের আহ্বান মার্কিন দূতাবাসের

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ (বাসস): সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত প্রকল্পে সহায়তা প্রদানকারী ইউএস অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদান কর্মসূচির জন্য আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের মেয়াদ হবে এক থেকে পাঁচ বছর আর অনুদান হবে ২৫ হাজার ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত। 

এই উদ্যোগটি ১২০টিরও বেশি দেশে ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক স্থান, পান্ডুলিপি, যাদুঘর সংগ্রহ এবং আদিবাসী ভাষা ও কারুশিল্পের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিব্যক্তি সংরক্ষণ প্রচেষ্টার অংশ।

এএফসিপি অনুদান কর্মসূচির জন্য আবেদন অবশ্যই ১৪ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে জমা দিতে হবে।

আগ্রহী ব্যক্তি এবং প্রতিষ্ঠান মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে https://bd.usembassy.gov/u-s-ambassadors-fund-for-cultural-preservation-afcp-2025-grants-program/- এ সম্পূর্ণ আবেদনের শর্তাবলী  জানতে পারবেন। 

আরও তথ্যের জন্য এবং বাংলাদেশের প্রকল্পগুলোর জন্য আবেদন করতে আবেদনকারীরা [email protected] এ ইমেলের মাধ্যমে পাবলিক ডিপ্লোম্যাসি টিমের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।