শিরোনাম
নড়াইল, ২০ নভেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রটারী জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এককভাবে কারো কৃতিত্ব নেই। সকল শ্রেনী-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়েছে।
আজ বুধবার ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এক শ্রেণীর মানুষ ফ্যাসিবাদে জড়িতদের মামলা থেকে রক্ষার জন্য কাজ করছে। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। কোন নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে তার শ্রেণীতে প্রথম হতে হবে। শিক্ষকের প্রিয় পাত্র হতে হবে। তবেই ছাত্রশিবিরের কর্মিরা অন্যদের থেকে ব্যতিক্রম হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারী এসএম সালাউদ্দিন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হুসাইন বিশ্বাস, সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক আবিদ হাসান, ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যপক খিয়ামউদ্দিন প্রমূখ।