শিরোনাম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৪ (বাসস) : ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে দ্বিক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করে।
বৈঠকে রাষ্ট্রদূত চাভোশি পররাষ্ট্র সচিবকে তার সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং বহুপক্ষীয় ফোরামে অব্যাহত সহযোগিতার আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত চাভোশি দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে ইরানের অঙ্গীকার তুলে ধরে একাধিক খাতে সহযোগিতা বাড়ানোর অপার সম্ভাবনার ওপর জোর দেন।
তিনি বিনিয়োগ, অগ্রাধিকারমূলক বাণিজ্য, শুল্ক হ্রাস, ভিসা ছাড়, সাংস্কৃতিক বিনিময়, শহরে-শহরে অংশীদারিত্ব ও মিডিয়া সহযোগিতার সাথে সম্পর্কিত বিভিন্ন সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তিতে স্বাক্ষর ও নবায়নের প্রস্তাব করেন।
উভয় পক্ষই সম্ভাব্য দ্রুততম সময়ে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশনের পরবর্তী রাউন্ড এবং পররাষ্ট্র দপ্তরের পরামর্শ আহ্বানসহ দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়ার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
আলোচনায় অদূর ভবিষ্যতে তেহরানে যৌথ কমিশনের বৈঠক পুনঃসূচনা করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।