বাসস
  ২৩ নভেম্বর ২০২৪, ২০:৪৬

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষাকে জাতীয়করণ করাসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে উল্লেখ করে বলেছেন, সরকার যাতে ইবতেদায়ী মাদরাসাগুলোর সমস্যা সমাধানে উদ্যোগ নেয় সে লক্ষ্যে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের উদ্যোগে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা: উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা : উত্তরণের উপায়’ শীর্ষক  আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মুহাম্মাদ মাসউদুর রহমান তালুকদার। 

আলোচনা করেন, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আবদুল মোমেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ।

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, সব ধর্মের মানুষ যাতে নিজ-নিজ ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায় থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দালনের ঘটনাবলী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আল কুরআনের আদর্শ ও মূল্যবোধ যাতে দেশের বৃহত্তর মুসলিম ধর্মের ছাত্ররা প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাগ্রহণ করতে পারে, সেই উদ্যোগ নেয়া হচ্ছে। 

তিনি বলেন, সরকার যাতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের দাবিসমূহ মেনে নেন সেই লক্ষ্যে আমি আন্তরিকতার সঙ্গে সুপারিশ করব। সবাইকে এ লক্ষ্যে সভা-সমাবেশ সেমিনার করে গণসচেতনতা তৈরি করতে হবে বলে পরামর্শ দেন ধর্ম উপদেষ্টা। 

তিনি বলেন, ইবতেদায়ী মাদরাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব হবে। ইবতেদায়ী শিক্ষকদের প্রশিক্ষণের কোন প্রতিষ্ঠান নেই, এটি একটি বৈষম্য। এদেশে বৃহত্তর জনগোষ্ঠীর দাবি বাস্তবায়নে শিক্ষা, ধর্ম চর্চা ও ধর্ম শিক্ষা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন তিনি। 

বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বৈষম্য করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার নাস্তিকদের দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মের চরিত্র ধ্বংস করতে চেয়েছে। 

বক্তারা কোরআন-হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেন।

মুল প্রবন্ধে ড. মুহাম্মাদ মাসউদুর রহমান তালুকদার সাত দফা দাবি উপস্থাপন করে বলেন, গত ৩৪ বছর যাবৎ এই দাবি আদায়ে আমরা সরকারের কাছে আবেদন করে আসছি।