বাসস
  ২৪ নভেম্বর ২০২৪, ১৭:৪৯

সিঙ্গাপুরে এএসইএফ ইসির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : এশিয়া ও ইউরোপ দুই মহাদেশের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতার নতুন অঙ্গীকার নিয়ে সিঙ্গাপুরে এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের (এএসইএফ) কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছরে এএসইএফ বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে- শুক্রবার অনুষ্ঠিত এএসইএফ ইসির বৈঠকে বোর্ড অব গভর্নরসের বর্তমান চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থাসমূহের অনুবিভাগের মহাপরিচালক  রইস হাসান সরোয়ার। 

কার্যনির্বাহী কমিটি এএসইএফ’কে আরও আর্কষণীয় ও অর্থবহ করতে সদস্য রাষ্ট্রগুলোকে নতুন তহবিল অন্বেষণ এবং ডেটার গোপনীয়তা বজায় রেখে কৌশলগত যুগপোযোগী করার সুপারিশ করে।

বৈঠকে লাটভিয়া সরকারের প্রস্তাবিত নারীদের শান্তি ও নিরাপত্তা প্রশিক্ষণের জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়।

১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে, এএসইএফ পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (এএসইএফ) প্রতিষ্ঠা করা হয়েছিলো।

সিঙ্গাপুরে এএসইএফ’র বৈঠকের মতবিনিময়ে এশিয়ান ও ইউরোপিয়ানদের বৈশ্বিক সাদৃশ্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় উদ্ভাবনী সুযোগ এবং এর সমাধানের পথ দেখায়।