শিরোনাম
নাটোর, ২৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জেলায় মতবিনিময় সভা করেছে জেলা তথ্য অফিস। আজ সোমবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ। অপার এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে দেশ। এজন্যে গুণগতমানের গবেষণা নির্ভর প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে তারুণ্যকে সুরক্ষা প্রদান করতে হবে, সমৃদ্ধ করতে হবে। সততা, দায়িত্বশীলতা আর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারুণ্য আমাদের দেশকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কাংখিত গন্তব্যে নিয়ে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আঃ আওয়াল। নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক শামসুন নাহার ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।