বাসস
  ২৬ নভেম্বর ২০২৪, ১৩:৫৫

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

লক্ষ্মীপুর, ২৬ নভেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ  সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে এই স্মরণ সভা হয়।

এসময় শহীদের যথাযথ সম্মান, পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবীর, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দীন সাবু ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন।

এর আগে আহত ও যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। সভায় ছাত্র সমন্বয় ছাড়াও অংশ নেন আহত ছাত্র-জনতা তাদের পরিবার ও শহীদ পরিবারের সদস্যরা।

সারাদেশের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগষ্টে জেলায় শহীদ হন ১৭ জন। এর মধ্যে ৪ আগষ্ট  শহরের তমিজ মাকেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে ৪ শিক্ষাথী মারা যান। অন্য ১৩ জন মারা যান ঢাকায়। এসময় তিনশ ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় ৫শ’র বেশি মানুষ।