বাসস
  ২৬ নভেম্বর ২০২৪, ১৭:২২

পিরোজপুরে দু’দিনব্যাপী তথ্য মেলা

পিরোজপুর, ২৬ নভেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ শীর্ষক শ্লোগান নিয়ে দু’দিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর টাউন ক্লাব চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর জেলা কমিটির সভাপতি  এম এ রব্বানী ফিরোজের  সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ জরুরী। তিনি দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহবান জানান।

আগামীকাল বুধবার কুইজ প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান- সহ নানা আয়োজনের মধ্যদিয়ে এ তথ্য মেলা শেষ হবে।