শিরোনাম
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪(বাসস): ব্রিটিশ কাউন্সিলে স্কুল, শিক্ষা পরামর্শক (এজেন্ট), কাউন্সিলর ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর ৭৮ জন প্রতিনিধিদের নিয়ে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর ফুলার রোডস্থ ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আয়োজিত ‘গেটওয়ে টু ইউকে এডুকেশন ২০২৪ সিম্পোজিয়াম’ সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগের পাশাপাশি তাদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া এবং সাধারণ ত্রুটিগুলো এড়িয়ে আবেদনের পরামর্শ দেন নয়াদিল্লীতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের কাস্টমার অ্যাকাউন্ট ম্যানেজার দিব্যা মালহোত্রা।
পরে,স্কলাস্টিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর মারিয়াম হক মৌসুমী সাম্প্রতিক ইউসিএএস (ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিস) ইন্টারন্যাশনাল কনফারেন্সের বিস্তারিত উপস্থাপন করেন।