শিরোনাম
দিনাজপুর, ২৭ নভেম্বর, ২০২৪(বাসস): জেলার ভূমিহীন নারীদের স্বাবলম্বী হতে জমি বরাদ্দ ও ঋণ সুবিধা চালু করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত জেলা জন-নারী ঐক্য পরিষদ এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় ৫২ জন ভূমিহীন নারীর মধ্যে বরাদ্দকৃত জমির দলিল হস্তান্তর করা হয়েছে। তাদেরকে স্বল্প সুদে ঋণ প্রদানে গাভী ও হাঁস মুরগি পালনে স্বাবলম্বী করার ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এসব ভূমিহীন নারীদের স্বাবলম্বী করতে সার্বিক পর্যবেক্ষণ করবেন ওই দুটি সংগঠন। জেলার শিশু একাডেমি মিলনায়তনে জেলার ৯টি উপজেলার জন-নারী ঐক্য পরিষদের সদস্যদের অংশ গ্রহণে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জন সমাবেশ প্রধান অতিথির ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুর-এ-আলম।
তিনি বলেছেন, জন প্রতিনিধিদের মাধ্যমে ভূমিহীন নারীদের খাস জমি বরাদ্দ দেয়া হচ্ছে। নারী ভূমিহীনদের জন্য প্রতি সপ্তাহের বুধবার ইউএনও অফিসে গণ শুনানী কার্যক্রম চালু রয়েছে।
সেখানে খাস জমি প্রাপ্তিসহ বিভিন্ন সমস্যা নারীরা তুলে ধরতে পারবেন। শর্ত সাপেক্ষে আমাদের বিভিন্ন দপ্তর স্বল্প সুদে নারীদের স্বাবলম্বি ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য নারীদের ঋণ প্রদান করা হচ্ছে।
জেলা জন-নারী ঐক্য পরিষদের সভা প্রধান সাবিত্রি রায় এর সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মইনুল হক।
বক্তব্য রাখেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমান জাহিদ। মূল ধারণাপত্র পাঠ করেন জন-নারী ঐক্য পরিষদ এর যুবনেত্রী রুনা মুর্মু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জন-নারী ঐক্য পরিষদের সাহানা বেগম, নারী সংবাদকর্মী তনুজা শারমিন তনু, জনসংগঠনের সভানেত্রী সাবিনা বেগম, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ সভাপ্রধান মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জন-নারী ঐক্য পরিষদ সাধারন সম্পাদক মোকলেসুনা খাতুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়।