শিরোনাম
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, দক্ষ মানবসম্পদ ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই টেকসই হওয়া সম্ভব নয়।
সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং চীনের মত উন্নত দেশগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাথাপিছু আয়ও একসময় এই দেশগুলোর মাথাপিছু আয়ের সমান ছিল। শুধুমাত্র মানবসম্পদে বিনিয়োগ করে এসব দেশ আজকে বিশ্বের প্রথম সারির দেশে পরিণত হয়েছে।
আজ গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাতীমারা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, মানব সম্পদ উন্নয়নে সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষা ছাড়া অন্য কোন উপায় নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের ভেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থাকে বেগবান করতে বিভিন্ন সংস্কার কাজ করে যাচ্ছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে দেশের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।