শিরোনাম
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারে জন্য গঠিত ‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সভাপতি এ কে আজাদ খানসহ স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যবৃন্দ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অনুবিভাগ প্রধান এবং দপ্তর/সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকল দপ্তর/সংস্থার প্রধানরা স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ ও তা দূরীকরণের উপায় কমিশনের নিকট তুলে ধরেন।
সংস্কার কার্যক্রমের রূপরেখা নিয়েও সভায় আলোচনা করা হয়। শীঘ্রই পরবর্তী সভা আহ্বান করে সবার মতামত, সুপারিশ ও পরামর্শসমূহ গ্রহণ করে সংস্কার কার্যক্রমের রূপরেখা নিয়ে কার্যক্রম গৃহীত হবে।